ক্রাইমবার্তা রিপোট: পহেলা বৈশাখে ইলিশ মাছ না খেতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের এ অনুরোধ জানান। বৈশাখে ইলিশ মাছ ডিম দেয় বলে জাতীয় মাছটির প্রজননকালে তা খাওয়ার ধুম পড়ে যায় দীর্ঘদিন থেকে। এরপর মৎসবিজ্ঞানী থেকে শুরু করে মিডিয়াগুলো জনসচেতনতা গড়ে তুলতে বৈশাখে ইলিশ মাছ না খেয়ে আশ্বিনে প্রয়োজনে ইলিশ উৎসব করার আহবান জানাচ্ছেন। এতে ইলিশের উৎপাদন ব্যহত হবে না। পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়াতে প্রচুর মা ইলিশ মাছ ডিমসহ নিধন করা হয়। এজন্যে প্রধানমন্ত্রী বৈশাখে ইলিশ মাছ না খেতে অনুরোধ করেছেন।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …