ক্রাইমবার্তা রিপোট:মো.অহিদ সাইফুল,পুলিশের কোন সদস্য যদি মাদক সেবন অথবা ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত থাকে তবে তাকে পুলিশের চাকুরি ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঝালকাঠির রাজাপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান এ কথা বলেন। তিনি আরো বলেন, বরিশাল বিভাগের প্রতিটি থানা হবে দালাল এবং সোর্স মুক্ত। থানার ওসিদের খেয়াল রাখতে হবে কোন সাধারন জনগন যেন থানার প্রহরিদের সাথে সমস্যার কথা বলে চলে যেতে না হয়। ওসিদের জনগনের কথা শুনে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে।
জঙ্গিরা সব সময় ওৎ পেতে আছে তারা চায়না এ দেশে গনতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক। ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, রাজাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহ্মুদ বাচ্চু, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. খায়রুল আলম সরফরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ্ আলম নান্নু, রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি আবদুল বারেক ফরাজী, রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. সঞ্জিব কুমার বিশ^াস, গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক কামাল, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম, রাজাপুর থানা মসজিদের খতিব মাও. আমিনুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং এর উপজেলা সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম।
এসময় ডিআইজি মহোদয়ের কাছ থেকে ফুল নিয়ে সু¯্য’্য জীবনে ফিরে আসে ঝালকাঠি জেলার ৫৪জন মদক সেবনকারী ও ব্যবসায়ীরা। এর পরে মাদক,সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।