ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষাসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা , পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্নাঙ্গ চিকিৎসা ভাতা,পূর্নাঙ্গ বাড়ি ভাড়া ও পেনশনের দাবিতে শিক্ষক কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে ১২ টা পর্যন্ত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ ধর্মঘট পালন করে। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার সভাপতি ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহ সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান,উপাধ্যক্ষ মইনুল ইসলাম, প্রভাষক মো, ইদ্রীস আলী, প্রভাষক মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম,নুর মোহাম্মাদ পাড়, আমান উল্লাহ আমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ মোবাশ্বেরুল হক (জতি)।
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …