মায়ের কাছে নিজেকে নির্দোষ দাবি মুফতি হান্নানের

ক্রাইমবার্তা রিপোট: ফাঁসি কার্যকরের আগে মায়ের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরন গ্রামে অবস্থানরত মা রাবেয়া বেগমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মুফতি হান্নান।

এরপর রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় তার ফাঁসি কার্যকর করা হয়।

মুফতি হান্নানের বড় ভাই মাওলানা মুন্সি আলীউজ্জামান বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমার ভাই হান্নান মায়ের সঙ্গে মোবাইল ফোনে ৩-৪ মিনিট কথা বলেন। এসময় হান্নান মাকে বলেন- মা আমি নির্দোষ। আপনি আমার জন্য দোয়া করবেন।’

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।