যশোরে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ২

ক্রাইমবার্তা রিপোট:: যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।2
বুধবার ভোর রাতে চৌগাছা উপজেলার সলুয়া ও নিমতলা বাজারের কাছাকাটি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে একসের আলী (৪০) ও চৌগাছা বাকপাড়া এলাকার কোহিনুর ইসলামের ছেলে শাহীদুল ইসলাম (৩২)।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম জানান, দুইদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।
চৌগাছা থানার এএসআই আসাদ জানান, বুধবার ভোররাত চৌগাছা উপজেলার সলুয়া ও নীমতলা বাজারের কাছাকাটি এলাকায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধের খবর পায় পুলিশ। এরপরই একটি ভ্রাম্যমাণ দল ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করে।
নিহত দুই যুবকের লাশ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।