শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবে সংবাদ সম্মেলন: সংখ্যালঘু পরিবারের চিংড়ী ঘের লুট

ক্রাইমবার্তা রিপোট:ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:17শ্যামনগর আটুলিয়াতে সংখ্যালঘু পরিবারের চিংড়ী ঘের লুট করার অভিযোগে ক্ষতিগ্রস্থ পরিবারটি লুট কারীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় এজাহার দাাখিল করা সহ শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবে সংবাদ সম্মেলন করে এর প্রতিকার দাবী করেছেন।

বুধবার সকালে শ্যামনগর দক্ষিন আটুলিয়া গ্রামের হারান চন্দ্র মন্ডলের স্ত্রী অমেলা রানী ও তার পুত্র রাম প্রসাদ মন্ডল লিখিত অভিযোগে জানান, তাদের ভোগ দখলীয় রেকর্ডীয় সম্পত্বিতে নির্মিত চিংড়ী ঘেরটিতে হানা দিয়ে কতিপয় ব্যক্তি ঘেরের মাছ লুট করে নেয়, ঘেরের বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার মাছ লুটে নেয় বলে, তারা জানান।,গত ১১/৪/ ১৭ রাতে দঃ আটুলিয়া গ্রামের আইনুদ্দীন গাজীর ছেলে জহুরুরের নেতৃত্বে সোহরাব, আশরাফ, সবুর গাজী ও শাহাদত হোসেন সহ ১০/১২জনের একটি বাহিনী হামলা চালিয়ে ২৮ বিঘা জমির চিংড়ী ঘেরটি লুট করে নেয়, এ সময় বাধা দিলে তারা আমাদের পরিবারের সকলকে হত্যার হুমকি দেয়। তারা আরো জানায়,নিজেকে ঘের মালিক দাবী করে বিড়ালক্ষী গ্রামের আব্দুল গফ্ফারের পুত্র আটুলিয়া যুবলীগের সভাপতি আবু হাসানের সার্বিক নেতৃত্বে এ নিয়ে দু” দফা ঘেরটি দখল করে নেয় তারা।গত ২০১৬ সালে ও আবু হাসানের নেতৃত্বে ঘেরটি দখল করে মাছ লুট করা হয়,তবে পরে কোন কাগজ পত্র দেখাতে না পেরে প্রসাশনের হস্তক্ষেপে ঘেরটি দখলদাররা ছেড়ে দিতে বাধ্য হয়। তারা বলেন,এঘটনায় আবু হাসান,শাহাদত হোসেন, জহুর আলী গাজী,সোহরাব হোসেন,মোঃ সবুর গাজী,আশরাফ গাজীকে আসামী করে এজাহার দাখিল করেছেন,তারা বলেন,মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পুলিশ প্রসাশন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সংখ্যালঘু পরিবারটি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।