ক্রাইমবার্তা রিপোট:ফাঁসি কার্যকরের পর নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীকে দাফন করা হবে তার গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে। এরই মধ্যে কবর খোঁড়ার কাজ শেষ করে রেখেছেন তার স্বজনেরা। এখন শুধু তার লাশ আশার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
মুফতি হান্নানের পারিবারিক সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
আব্দুল হান্নান মুন্সীর ছোট ভাই মতিয়ার মুন্সী জানান, ফাঁসি কার্যকরের পর তার মরদেহ কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে নিয়ে আসবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। ইতোমধ্যে হান্নান মুন্সীর জন্য কবর খোঁড়ার কাজও শেষ হয়েছে।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …