শ্যামনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল শ্যামনগর ব্যুরো ঃশ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের কদমতলা গ্রামে বোরো মৌসুমে লবন সহনশীল ধান চাষের ফলাফল উপস্থাপনে উপকূলীয় অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই এপ্রিল বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় কৃষক মাঠ দিবসে শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, লিডার্সের কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন। কৃষক তপন কুমার মন্ডলের সভাপতিত্ত্বে শুরু হয় সকল অংশগ্রহনকারীসহ কৃষকের ধান চাষের সফলতা পরিদর্শন এবং আলোচনা সভা। মাঠ দিবসের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মো: আবুল হোসেন বলেন,“লবন মাটিতে লবন পানি সেচ দিয়ে বোরো ধান চাষ করে আসলেই কৃষকেরা সফল হয়েছেন। লিডার্স এর সহায়তায় আরো অনেক কৃষক এভাবেই নিজেদের খাদ্য চাহিদা পূরন করে দেশকে সমৃদ্ধ করবে। লবনাক্ত মাটি ও পানিতে বোরো ধান চাষের সফল সক্ষমতা অর্জন করেছে উপকূলীয় কৃষক। এক সময় যে জমি লবনাক্ততায় পতিত থাকত, সেই জমিতে ধান চাষ করে স্বপ্ন পূরন হয়েছে কৃষকের। প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে ফসল রক্ষার জন্য দ্রুত ধান কাটার পরামর্ষ দেন কৃষি কর্মকর্তা। “এক সময় এই জমি পতিত ছিল। নোনার কারনে বছরে ১ বার ছাড়া ধান চাষ করা যেত না। ২০১৬ সালে এক জন কৃষক ঝূঁকি নিয়ে বোরো ধান চাষ করে কিছুটা সফল হয়। এরপর বে-সরকারি প্রতিষ্ঠান লিডার্স এখানকার জমির মাটি ও পানি পরীক্ষা করে। পানিতে ৬ পিপিটি লবনের পরিমান পাওয়া যায়। লিডার্স ৬ পিপিটি লবন পানি সেচ দিয়ে বোরো মৌসুমে লবন সহনশীল বিনা ১০ ও ব্রি ৪৭ চাষের পরামর্শ দেন। কৃষকেরা আগ্রহ করলে লিডার্স স্যালোমেশিন বসিয়ে দেয় এবং বীজ সহায়তা করে। এ বছর আমরা প্রায় ১৭ জন কৃষক ১৮ বিঘা জমিতে ধান চাষ করে বিঘা প্রতি ২৫ মণ ফলন পেয়েছি। এখন গ্রামের অনেকে আগ্রহী। তারাও আগামী বছর থেকে বোরো মৌসুমে ধান চাষ করবে”-বোরো মৌসুমে লবন সহনশীল ধান চাষের ফলাফল উপস্থাপনের মাঠ দিবসে এভাবেই নিজের অভিজ্ঞতা সহভাগিতা করেন উপকূলীয় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের কদমতলা গ্রামের কৃষক দেব দুলাল কুমার মন্ডল। উক্ত কৃষক মাঠ দিবসে একই গ্রামের কৃষাণী ববিতা রানী মন্ডল বলেন, বে-সরকারি প্রতিষ্ঠান লিডার্সএর সহায়তা ও পরামর্শে লবনাক্ত মাটি-পানিতে ধান চাষ করে আমরা সফল। পরিবারের খাবারের চিন্তা থাকবে না। গবাদিপশুর খাদ্য সংকট হবে না, জ¦ালানীর চাহিদা পূরন হবে। এভাবে একই জমিতে বছরে ২ বার ধান চাষ করে আমরা টিকে থাকতে পারব। আমাদের পথ অনুসরণ করে অন্য কৃষক পরিবারও সুখে থাকতে পারবে। তাহলে, পরিবার রেখে এলাকা ছেড়ে কাজের জন্য বাইরে যেতে হবে না”। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট কৃষি গবেষক ও লেখক শাহিন ইসলাম।

 

21
শ্যামনগরে নববধুর আত্মহত্যা
শ্যামনগর ব্যুরো ঃ
নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে এক নববধূ আত্মহত্যা করে।  বুধবার ভোর ৬টার দিকে বাদঘাটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত তাজ সুলতানা চম্পা ওই গ্রামের মিজানুর রহমান মিনুর মেয়ে। তার পিতা জানান, রাতে খাওয়া দাওয়া নিয়ে মা বকাবকি করে। এতে অভিমান করে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান মৃত ঘোষনা করেন। চম্পা শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী। দুইমাস পূর্বে তার বিয়ে হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।