ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরার কলারোয়ায় বাল্য বিবাহ নিরোধ, আর্সেনিকমুুক্ত বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসমত্ব পায়খানা ব্যবহারের নিশ্চিত করতে
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের উদ্দ্যোগে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র্র নাথ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্র্মকর্তা ডা এএসএম আতিকুজ্জামান, সমবায় কর্মকর্র্তা নওশের আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা সনজিব কুমার, জনস্বাস্থ্য প্রৌকশলী সরোয়ার হোসেন, বিআর ডিও কর্র্মকর্তা সন্দীপ কুমার রায়, চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম খান আসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন প্রমুখ।
মুুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি পরিচয়ে চাঁদা আদায়’ অথপর জেলে
স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের মুুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি পরিচয় দিয়ে চাঁদা আদায় ও মারামারি মামলার আসামী হওয়ায় পুলিশের হাতে আটক তরিকুল ইসলাম ওরফে তারেক চোরা (৩০) কে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার ভোর রাতে খোঁরদো পুলিশ ফাঁড়ির এসআই হাসানুজ্জামান রিপন তারেক চোরাকে বাড়ি থেকে আটক করেন। সে খোরদো/ওলুডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে। স্থানীয়রা জানান,তরিকুল ইসলাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি পরিচয় দিয়ে ইউনিয়নের নিরিহ মানুুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল। তারেক চোরা আবার নিজে কখন প্রশাসনের উর্র্দ্ধতন কর্র্মকর্তার নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করেন। কেহ চাঁদার টাকা দিতে না চাইলে তাদেরকে পুলিশের কাছে বলে জেল খাটানোর ভয়-ভীতি দেখায়। এছাড়া গত ২০১৩ সালে তারেক চোরার নামে একটি নারী ও শিশু নির্যাতন মামলায় রয়েছে। বহু অপকর্র্মের হোতা তারেক চোরার অত্যচারে এলাকার নিরিহ মানুষ আতংকে দিন কাটাতে থাকে। ভয়ে তার বিরুদ্ধে কেই কিছু বলতে সাহস পায়না। অতি সম্প্র্রতি তার নামে থানায় একটি মারামারি মামলা নং (২২) ১২/৪/১৭ দায়ের থাকায় সেই মামলার আসামী হওয়ায় তারেক চোরাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।