মেক্সিকোর সিনালোয়ার একটি হাসপাতালের ছাদে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ বিমান থেকে ছুড়ে ফেলা হয় এক ব্যক্তিকে। সিনালোয়ার এল ডোরাডো শহরে অবস্থিত আইএমএসএস হাসপাতালের খুব কাছ দিয়েই উড়ে যাচ্ছিল বিমানটি। হঠাৎই বিমান থেকে নীচে ছুড়ে ফেলা হয় ওই ব্যক্তিকে। খবর আনন্দবাজারের।
হাসপাতালের কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির দেহে গভীর আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ওই ব্যক্তি বেঁচে ছিলেন কী না তা জানায়নি তারা।
সিনালোয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসাস রোবলস জানান, শহর থেকে ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ কলিকানের কাছে আরও দুইটি দেহ উদ্ধার করা হয়েছে। ওই দেহ দু’টিও একই বিমান থেকেই নীচে ফেলা হয়েছে।
মেক্সিকোর সিনালোয়ার এই শহর মাদক পাচারকারীদের মুক্তাঞ্চল বলে পরিচিত। কিছুদিন আগেই চাপো গুজম্যান নামের এক কুখ্যাত ড্রাগ মাফিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকেই এই অঞ্চলের আইন ব্যবস্থা হোঁচট খেয়েছিল। তবে এ দিনের ঘটনার সঙ্গে চাপো গুজম্যানের গ্রেফতারির কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
–