ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভালো টি ২০ খেলোয়াড় মানতে নারাজ সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ধোনির নেতৃত্ব ভারত ২০০৭ সালে টি ২০ ট্রফি জেতে। এর আগে দীর্ঘ খরা কাটিয়ে তার নেতৃত্বই ২০১১ সালে ভারত দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। তাকেই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বলা হয়।
অথচ বুধবার ইন্ডিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলি।
অবশ্য পরিসংখ্যান টেনে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন গাঙ্গুলি, ‘বিগত ১০ বছরের টি ২০-তে তিনি (ধোনি) মাত্র একটি অর্ধশতক করেছেন। নিশ্চয় এটা কোনো ব্যাটসম্যানের পক্ষেই ভাল রেকর্ড নয়।’
ধোনি চলতি আইপিএলের প্রথম তিন ম্যাচে করেছেন ১২, ৫ ও ১১ রান। শুধু তাই নয়, এবারই প্রথম তিনি অধিনায়কত্ব হারিয়ে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন।
গাঙ্গুলি বলেন, ‘কোনো সন্দেহ নেই, ধোনি ওয়ানডেতে অনেক ভাল খেলোয়াড়। কিন্তু টি ২০-তে তার শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ রয়েছে। অন্তত আমার কাছে সন্দেহ আছে সে টি ২০-তে সে সেরা খেলোয়াড় কি না?।
রানে ফিরতে না পারলে ধোনিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপেক্ষা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘সে অনেক ভাল একজন ওয়ানডে খেলোয়াড়। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে হলে তাকে রানে ফিরতে হবে।’