পরে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান
সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।
আদিতমারী থানার এএসআই মুশফিকুর রহমান জানান, মাদকাসক্ত রবিউল ইসলাম নেশার টাকার জন্য তার বাবাকে প্রায় সময়ই মারপিট করত। এ নিয়ে বুধবার নজরুল ইসলাম বাদী হয়ে ছেলের শাস্তি দাবি করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ নিজ বাড়ি থেকে রবিউলকে গ্রেফতার করে। পরে রবিউলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবাকে নেশার টাকার জন্য মারপিট করার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক।
আদিতমারী থানা ওসি হরেশ্বর রায় বলেন, সাজাপ্রাপ্ত রবিউলকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।