ক্রাইমবার্তা রিপোট:সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় ফাঁসি কার্যকর শেষে উগ্রবাদী তিন নেতার দাফন সম্পন্ন হয়েছে। এরা হলেন মুফতি হান্নান, তাঁর সহযোগী শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। ফাঁসির রায় কার্যকরের পর প্রত্যেকের গ্রামের বাড়িতে তাঁদের লাশ দাফন করা হয়।
আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে মুফতি হান্নানকে গোপালগঞ্জে, ভোর ৪টা ৩৫ মিনিটে শাহেদুল আলম বিপুলকে চাঁদপুরে এবং বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দেলোয়ার হোসেন রিপনকে মৌলভীবাজারে দাফন করা হয়েছে।
এর আগে গাজীপুর ও সিলেট কারাগার থেকে তাদের লাশ বুঝে নেন তাদের স্বজনরা। পরে কঠোর নিরাপত্তার মধ্যে লাশগুলো গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোর সোয়া ৫টার দিকে মুফতি হান্নানের লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। লাশ বাড়িতে পৌঁছানোর পর মুফতি হান্নানের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বড় ভাই মাওলানা আলিউজ্জামান লাশ বুঝে নেন। এরপর ৫টা ৩৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
ভোর সাড়ে ৪টার দিকে শাহেদুল আলম বিপুলের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর দুটি গাড়ি চাঁদপুর সদর উপজেলার মেশাদী ইউনিয়নের বকশি গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়। কারারক্ষীদের কাছ থেকে বিপুলের বাবা হেমায়েত উদ্দিন পাটওয়ারী লাশ বুঝে নেন। পুলিশি প্রহরায় ভোর ৪টা ৩৫ মিনিটে বিপুলের জানাজা অনুষ্ঠিত হয়।
ফাঁসি কার্যকরের পর রাতেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের বাড়িতে দেলোয়ার হোসেন রিপনের দাফন সম্পন্ন হয়েছে।