ক্রাইমবার্তা রিপোট: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ‘অসুস্থ’। তিনি রাজধানীর ধানম-ির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসার জন্য যান। সাকিব খান তাঁর যেকোন চিকিৎসা ল্যাব এইড হাসপাতালেই করিয়ে থাকেন বলে তার একজন নিকট আত্মীয়ের মাধ্যমে জানা যায়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাকিব খান ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে যান। তাঁর সঙ্গে একজন নিকট আত্মীয় রয়েছেন। তিনি জানান, শাকিব খান বুকে ও ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে আনা হয়েছে। এখন শাকিব খানের ইসিজি করা হচ্ছে।
ল্যাব এইড হাসপাতালের কাস্টমার কেয়ারের সাহারা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব খান অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন। এখনো তিনি ভর্তি হননি।
এর আগে গত সোমবার (১০ এপ্রিল) বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সরাসরি অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। তাঁর কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’
এরপর সারা দেশে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে সাকিব-অপুকে নিয়ে।
তবে পরদিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শাকিব খান বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’