শাকিবকে দেখতে হাসপাতালে বোরকা পরে অপু

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:  শাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি থাকা শাকিব খানকে দেখতে হাজির হন তিনি।14
এদিন দুপুর ১২ টা ৩০ মিনিটে বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে যান শাকিব। তাৎক্ষণিকভাবে তার বিভিন্ন টেস্ট করা হয়।
শাকিব খানের বন্ধু প্রযোজক মো. ইকবাল বলেন, ‘শাকিবের অবস্থা ভালো। চিকিৎসকরা বলেছেন, এখন কোনও সমস্যা তারা দেখছেন না। আশা করি, ঝামেলা ছাড়াই বাসায় ফিরতে পারবেন তিনি। তবে শাকিবকে আরও দুই-একদিন হাসপাতালে বিশ্রাম নিতে হতে পারে।’
হাসপাতাল সূত্রে জানা যায়, শাকিব হাসপাতালটির কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছেন। তিনি বিভাগের ৫০৪ নম্বর কক্ষে রয়েছেন। তিনি প্রফেসর আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনে চিকিংসাধীন আছেন।
চিকিৎসক জানান, রাত দশটা নাগাদ একটি রিপোর্ট এলে শাকিব খানের হাসপাতালে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শাকিব খান অসুস্থ হয়ে পড়ায় গেল তিন দিন ধরে তুমুল আলোচনায় থাকা ‘রংবাজ’ ছবির কাজ ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 12

কাল শুক্রবার (১৪ এপ্রিল) মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। ছবিটিতে শাকিবের নায়িকা বুবলী। অপুর সঙ্গে শাকিবের মূলত এই ‘বুবলী’ আর ‘রংবাজ’ ছবিটি নিয়েই যত বিবাদের সূত্রপাত।

 

 

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।