১৪ এপ্রিল ২০১৭, ক্রাইমবার্তা ডটকমঃ

ছায়ানট তাদের বর্ষবরণের অর্ধশতক পূর্তি উপলক্ষে এবারের আয়োজন বিশেষভাবে সাজিয়েছে। মাসখানেক ধরে নিয়েছে প্রস্তুতি।
রমনার বটমূলে আজ শুক্রবার ছায়ানটের বর্ষবরণ। ছবি: সাজিদ হোসেনআজ শুক্রবার রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি সংগীতানুষ্ঠানে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। মঞ্চ সজ্জায় পরিবর্তন এসেছে। ভোরের স্নিগ্ধতার প্রকাশ আছে সাজসজ্জায়।শিশুদের দলসহ ১১৫ জন শিল্পী ওঠেন মঞ্চে। অতিথি শিল্পী রাজরূপা চৌধুরীর সরোদ বাদনের ভেতর দিয়ে ঠিক ভোর ৬টা ১০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। এরপরে সম্মেলক গান ‘আলোকের এই ঝর্ণাধারায়’। এবার আনন্দ, মানবতা, দেশপ্রেম ও উদ্দীপনামূলক কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হয় তালিক”রমনার বটমূলে আজ শুক্রবার ছায়ানটের বর্ষবরণ। ছবি: সাজিদ হোসেন”
রমনার বটমূলে আজ শুক্রবার ছায়ানটের বর্ষবরণ। ছবি: সাজিদ হোসেনপঞ্চকবির গান ছাড়াও তালিকায় ছিল ‘টাকডুম টাকডুম বাজে’, ‘ওরে বিষম দরিয়ার ঢেউ’সহ বেশ কিছু লোকগান ও গণজাগরণমূলক গান। অনুষ্ঠান শেষ হয় ‘তোরা সব জয়ধ্বনি কর’ দিয়ে। বরাবরের রীতি অনুসারে এরপরে ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন কথা বলেন।