ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:গত সপ্তাহেই দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কনসার্ট করার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত ব্যান্ড ‘কর্ন’। ব্যান্ড’র অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়। তবে, ঘোষণার যে অংশটি সবার চোখ কপালে তুলেছে, তার মূলে আসলে ১২ বছর বয়সের এক বেজ গিটারিস্ট।
এক বিবৃতিতে ব্যান্ড ‘কর্ন’ জানায়, তাদের বেজ গিটারিস্ট ফিদি এই সফরে তাদের সঙ্গে থাকতে পারছেনা। তবে, এই অভাব খুব ভালো করেই সামাল দেবে ট্রুজিলো টাই। দক্ষিণ আমেরিকা সফর শেষ করার পর মে মাসে ফিদি আবারও তাদের সঙ্গে যোগ দেবে বলে তারা আশা প্রকাশ করে।
এদিকে, ট্রুজিলোর বয়স মাত্র ১২ বছর হলেও সমবয়সীদের নিয়ে গড়েছে ব্যান্ড দল ‘হ্যালমেট’। এ দলেও ট্রুজিলো বেজ গিটারটাকে সামলান। ‘হ্যালমেট’ ইতোমধ্যেই আমেরিকায় একটি জনপ্রিয় ব্যান্ড দলে পরিনত হয়েছে। ট্রুজিলোর বিখ্যাত বাবা আর কেউ নন; ম্যাটালিকা ব্যান্ডের রবার্ট ট্রুজিলো। বাবার সঙ্গেও ট্রুজিলো বেশ কয়েকবারই মঞ্চ কাঁপিয়েছে।
দক্ষিণ আমেরিকা সফরে ‘কর্ন’ কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলি সহ বেশ কয়েকটি দেশে কনসার্ট করবে। হাফিংটন পোস্ট
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …