ক্রাইমবার্তা রিপোট: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলা নববর্ষ একটি সার্বজনীন উৎসব। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, বিরোধ নেই। আজকের এ নববর্ষের অনুষ্ঠানটাই তেঁতুল হুজুরদের বিরুদ্ধে প্রতিবাদ।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত পহেলা বৈশাখ ১৪২৪ বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ পালন আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। নববর্ষ উদযাপন করলে, মঙ্গল শোভাযাত্রা করলে মুসলমানিত্বও যায় না, হিন্দুত্বও যায় না। এটি ধর্ম বর্ণ, জাত-পাত নির্বিশেষে পালন করতে পারে।
তিনি বলেন, নববর্ষ নিয়ে যারা প্রশ্ন তুলেন তারা আসলে এ মাটির শক্র, স্বাধীনতার শক্র। যারা নববর্ষ ও মঙ্গলযাত্রার বিরুদ্ধে বক্তব্য-বিবৃতি দিয়েছেন তারা রাজাকারের বংশধর। তারা সম্প্রাদায়িক জঙ্গির বন্ধু। আজকের এ নববর্ষের অনুষ্ঠান তেঁতুল হুজুরদের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ।
অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, বাংলা নতুন বছর উদযাপন পালন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবারই এটি আমরা পালন করে থাকি।
এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে দিনভর নানা আনন্দ আয়োজনের মধ্য শুরু হয়।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …