দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদার টুইট

ক্রাইমবার্তা রিপোট:পহেলা বৈশাখে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।6

শুক্রবার সকালে ওই শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, “বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ।”
বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
জাসাসের সহসভাপতি শায়রুল কবির খান বলেন, “বিকাল ৩টায় ম্যাডাম বর্ষবরণের এই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
এ অনুষ্ঠান উপলক্ষে কার্যালয়ের সামনে ইতোমধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নানা রঙের উপকরণে চারপাশ সাজানো হয়েছে বৈশাখের সাজে।
দেশের ‘বিখ্যাত’ শিল্পীরা এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বলে জাসাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।