পহেলা বৈশাখে তিস্তায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
১৫ এপ্রিল ২০১৭ –
অনলাইন ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে তিস্তা নদীর মহিপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলো নগরের ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সৈয়দ আনোয়ারুল সাঈফ, পিতা-সৈয়দ আনোয়ারুল হাসিন এবং সুমন আহম্মেদ সাগর, পিতা-আইনুল হক।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের গঙ্গাচড়া উপজেলাধীন তিস্তা নদীর মহিপুর ঘাট এলাকায় বেড়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে নদীতে তারা গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও সাইফ ও সুমন তলিয়ে যায়। পরে দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি জিন্নাত আলী তিস্তা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।