বাসর রাতে পানিতে ডুবে বরের মৃত্যু

অনলাইন ডেস্ক
বাসর রাতে পানিতে ডুবে বরের মৃত্যু
লক্ষ্মীপুরে বিয়ের রাতে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আমির হোসেন হেজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে তার মৃত্যু হয়।

নিহত আমির হোসেন তেরোবেকী এলাকার আবদুল মিয়ার ছেলে। ওইদিন দুপুরে পাশ্ববর্তী টুমচর গ্রামে তিনি বিয়ে করে বউ ঘরে তোলেন।

আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাইয়ের মৃগী রোগ ছিল। রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তা উদ্ধার করে।

Check Also

বিজিবির অভিযানে সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ তলুইগাছা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কাকডাঙ্গা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।