‘শত্রু’ হয়ে আসছেন সাকিব-মোস্তাফিজ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইপিএলে আজ বাংলাদেশীদের নজর থাকবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। এ দল দু’টিতে যোগ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

 

এ দু’জন জাতীয় দলের সতীর্থ, দলকে জেতাতে দুইজনই ভূমিকা রাখেন। এক সঙ্গে জয়ের আনন্দ উল্লাস করেন। তবে আজ তারা একে অপরের প্রতিপক্ষ।

কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে ম্যাচটি বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

আইপিএলে এর আগে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। যে দুইবারই ব্যাটে-বলে অবদান রেখেছিলেন সাকিব। এমনকি গত মৌসুমে ভালো করায় এবারও তাকে দলে রাখে কেকেআর। তবে চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তিন ম্যাচের দুই ম্যাচে জয় পাওয়া কলকাতার পক্ষে সাকিব আজও মাঠে নামতে পারবেন কি না, তা নিশ্চিত নয়।

এদিকে গতবারই প্রথম আইপিএলে অংশ নিয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। তার বোলিং নৈপুণ্যেই প্রথমবারের মত হায়দরাবাদ শিরোপা জিতে। তাই এবারও তাকে দলে রেখে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে খুব বেশি সুবিধা করতে পারেননি এই তারকা। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য।

 

Check Also

জ্ঞান ফিরেছে তামিমের

অবশেষে আশার আলো— হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।