গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া অভিনেত্রী শবনম বুবলী ভাইরাস জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে শুক্রবার রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বুবলীর বোন মিমি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুক্রবার সন্ধ্যায় ১০৩ ডিগ্রি জ্বর থাকা সত্বেও রংবাজ ছবির মহরতে হাজির হন বুবলী। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ডাক্তার কয়েকটি টেস্ট করালে বুবলীর প্রেশার লো এবং সে ভাইরাস জ্বরে আক্রান্ত বলে জানা যায়। বর্তমানে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। এখন জরুরি বিভাগ থেকে তাকে নরমাল কেবিনে রাখা হয়েছে।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মো. সুজন বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে বুবলী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত। শনিবার দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্ট দেয়া হবে, তারপর বিস্তারিত জানা যাবে।
শাকিব-বুবলী জুটির অহংকার ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে