ক্রাইমবার্তা রিপোট:বগুড়া শহরের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে হযরত আলী (৪৫) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে নিশিন্দারা মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী পেশায় বালু ব্যবসায়ী।
বগুড়া সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে তার হত্যার কারণ জানা যায়নি।
বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল ও পুলিশ জানায়, নিশিন্দারা মন্ডলপাড়ার মৃত আবদুস সাত্তারের ছেলে হযরত আলী বালুর ব্যবসা করতেন। একটি মামলায় প্রায় ২০ দিন আগে জামিনে ছাড়া পেয়েছেন। রোববার বেলা সোয়া ১টার দিকে তিনি বাইরে থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। লাঠিসোটা দিয়ে মারপিটের পর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, হযরত আলী ওই ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, হযরত আলী হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি।
পুলিশ কর্মকর্তার ধারণা, পূর্ব কোনো বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এলাকাবাসীর ধারণা, প্রতিশোধ নিতে বা বালু ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতে হযরত আলী খুন হয়েছেন।