ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার অবরুদ্ধ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। এক স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা এ তথ্য সিএনএনকে জানায়। সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা হোয়াইট হেলমেট জানায়, উদ্ধারকারীরা বাসে করে বাসিন্দাদের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার সময় সে বাসেই বোমা বিস্ফোরণ হয়। এতে আরো ৫৫ জন আহত হন।
ঘটনাটি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আলেপ্পোর শহরতলী রাশিদিনে ঘটে। সিরিয়ার ফোর টাউন চুক্তি অনুযায়ী বাসিন্দাদের যুদ্ধপীড়িত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছিলো।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায়, রাস্তার পাশে পোড়া ও বিধ্বস্ত বাস থেকে মানুষ বের হচ্ছে। তারা নিজেদের এবং ঘাসের ওপর রাখা মরদেহের শরীর পরীক্ষা করছে।
বাসিন্দারা শিয়া অধ্যূষিত গ্রাম আল ফুয়া ও কাফরিয়ায় বিদ্রোহীদের সংঘর্ষের কারণে অবরুদ্ধ ছিলে। প্রথম বাস আলেপ্পোতে পৌঁছায় শনিবার। বাসের জেবরিন এলাকায় যাওয়ার কথা ছিল যেখানে অস্থায়ীভাবে খাবার ও চিকিৎসার ব্যবস্থা ছিল। এখনও কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …