কোচ দম্পতির মাথা ন্যাড়া করার ঘটনায় গ্রাম্য মাতব্বর আটক

ক্রাইমবার্তা রিপোট:ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক কোচ দম্পতিকে গ্রাম্য শালিসে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরানোর ঘটনায় ১২ মাতাব্বরে বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিত লক্ষ্মী রানী কোচ। পুলিশ এ ঘটনায় রোববার রাতে হাতিলেইট গ্রাম থেকে দুখিরাম চন্দ্র (৫৮) নামে কোচ সম্প্রদায়ের এক মাতব্বরকে গ্রেফতার করেছে।

 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, দুখিরাম নির্যাতনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিকে ধরতে অভিযান চলছে।

এদিকে মামলার পর নির্যাতিত কোচ পরিবারটি আতংকের মধ্যে রয়েছে। তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। রোববার রাত পৌনে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার নির্যাতিত পরিবারটির বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন।

কয়েশ চন্দ্র কোচের পরিবারের সাথে পাশের এলাকার মুসলিম যুবকের সামাজিক সম্পর্ক থাকায় অবৈধ সম্পর্কের অভিযোগে তুলে বুধবার রাতে কোচ সম্প্রদায়ের মাতব্বররা শালিসে বসেন। এতে কয়েশ চন্দ্র কোচ ও স্ত্রী লক্ষ্মী রানী কোচকে শারীরিক নির্যাতন করার পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেয়া হয়। এছাড়া তাদের ৪০ হাজার টাকা জরিমানা করে একঘরে করে রাখা হয়।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় লক্ষ্মী রানী কোচ বাদি হয়ে রশিদ চন্দ্র কোচ (৪২), কালি মোহন কোচ (৬৫), নরেদ্র কোচ (৪২), পাইলট চন্দ্র কোচ (৪০), বিমল চন্দ্র কোচ ( ৩৫), নবীন চন্দ্র কোচ (৫২), অ্যাবারেজ কোচ (২৮), চন্দন কোচ (৩৫), পমিলা রানী কোচ (২৮), ববিতা কোচ (৩০), সনেকা কোচ (৩০), আরতী কোচসহ (৩৫) অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুজ্জামান রাকিব বলেন, কোচ দম্পতিকে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রয়েছে।

 

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।