ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালা: তালা উপজেলার তালা থানার পুলিশ প্রশাসন মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে জোরালো পদক্ষেপ নিয়েছে । তালা উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দিয়ে ৪ মাসে ২৭ জন মাদক বিক্রেতা ও সেবীকে গ্রেফতার পূর্বক বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ফলে এলাকায় মাদক সেবির সংখ্যা যেমন কমেছে, তেমনি উন্নতি হয়েছে আইন-শৃংঙ্খলা পরিস্থিতির। পুলিশ-প্রশাসনের এ উদ্দ্যেগকে ধন্যবাদ জানিয়েছে সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ সাধারণ জনগন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ও ওসি (তদন্ত) মঞ্জুরুল হাসান মাসুদের সুযোগ্য নেতৃত্বে ও কড়া পদক্ষেপের কারনে তালা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবীদের গ্রেপ্তার করেন। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেনের বিচারিক আদালতে হাজির করা হলে তিনি বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড ও জরিমানা করেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান,মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এবং মাদককে তালা থেকে চিরতরে নির্মূল করা হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জানান, মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। এ জন্য কারও কোন সুপারিশ চলবে না।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …