ক্রাইমবার্তা রিপোট:নিজস্ব প্রতিবেদক ঃ জেলা আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সে অর্ধ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় গিয়ে দেখা যায় জেলার ৭ টি উপজেলা থেকে ১৪০ জন প্রশিক্ষণার্থীকে ২১ দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ১০ টার মধ্যে প্রাথমিক বাছায় শেষ করে । স্বল্প সময়ের মধ্যে কিভাবে এই প্রশিক্ষণার্থীদর বাছায় করল মানুষের মনে সন্দেহের জল্প কল্পনা শুরু হয়্। প্রশিক্ষণে প্রক্ষিণার্থীরে কাছ থেকে কোন টাকা নেওয়ার বিধান না থাকলেও প্রত্যেকের কাছ থেকে ১৫ থকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছে । উপজেলা আনসার কর্মকর্তাদের দিয়ে ৭ টি উপজেলা থেকে প্রশিক্ষণার্থীদের নিকট থেকে অভিনব কায়দায় জেলা আনসার কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছে প্রাই অর্ধ কোটি টাকা। যারা টাকা দেয়নি তাদের বাদ দিয়ে টাকার বিনিময় পূর্ব পরিকল্পিভাবে অযোগ্য প্রার্থীদের এ প্রশিক্ষণে নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে একরকম ক্ষোভ সৃষ্টি হেেছ। এখানে শেষ নয় অনেক প্রার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা নেয় কিন্তু অন্য প্রার্থীরা বেশি টাকা দিলে তাদেরকে বাদ দিয়ে বেশি টাকা প্রদানকারিদের প্রশিক্ষণে নেওয়া হয়্। সাতক্ষীরা সদর এলাকার প্রশিক্ষণ বাছায়তে আসা আবু সাইদ এ প্রতিনিধিকে জানান আমার পিতার নিকট থেকে জেলা আনসার কমান্ডান্ট একে এম মনিরুল ইসলাম টাকা নেয় কিন্তু আমার চেয়ে বেশি টাকা পেয়ে আমাকে বাদ দিয়েছে। সদর উপজেলার প্রক্ষিনার্থী শাহজান,মুসা ,মাসুদ রানা বলেন সদর প্রশিক্ষিকা মোমেনা খাতুন ,প্রশিক্ষক ওয়াহিদুজ্জামান, জেলা আনসার কমান্ডান্ট মিলে প্রার্থীদের নিকট থেকে ১৫ হাজার টাকা নিয়ে আমাদের বাদ দেয়। তালা উপজেলার রাহুলদে, বিপ্লব, আঃ রহিম জানান তালা আনসার প্রশিক্ষা খাদিজা খাতুন আমাদের বলেন টাকা ছাড়া কাউকে প্রশিক্ষণে নেওয়া হবে না। লোক আছে তাদের ডেকে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হবে। এর আগেও বিভিন্ন প্রশিক্ষন বাছায় পর্বে প্রার্থীদের নিকট থেকে নিয়োগ বাণিজ্যের অভিযোগে নিয়োগ/বাছায় স্থগিত হয়ে যায়। ভিডিপি মৌলিক প্রশিক্ষণের বাছায় পর্বে নিয়োগ বাণিজ্যের বিষয় জেলা আনসার কমান্ডান্ট এ. কে .এম মনিরুল ইসলাম এর সাথে দেখাকরতে চায়লে সাংবাদিকদের জানান এখন সময় নেই পরে কথা হবে। সদর উপজেলা প্রশিক্ষিকা বলেন বিষয়টি সঠিক নয়। এসময় বঞ্চিতরা এই পাতানো প্রশিক্ষণ বাতিল করে যোগ্যদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষে কামনা করেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা বহি বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা বহি বিতরণ কনা হয়েছে। সোমবার বিকালে সদর হাসপাতাল স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন হলরুমে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমানের সভাপতিত্বে চিকিৎসা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এ এফ এম এহতেশামুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. হাববিুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নুর হোসেন সজল, ঝশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ হাসান মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুবকর, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশিষ সরদার, সদর হাসপাতাল আর এমও ডা. কামরুল ইসলাম, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. শেখ আশিকুর রহমান, সনাক সাতক্ষীরার সভাপতি ড. দিলারা বেগম, ডা. শামসুর রহমান, ডা. শরিফুল ইসলাম প্রমুখ।