ক্রাইমবার্তা ডেস্ক রিপোট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বহু সংখ্যক শরণার্থী গ্রেফতার করেছে।
মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ২১ হাজার ৩৬২ শরণার্থী ও অভিবাসী গেফতার হয়েছে।
২০১৬ সালের প্রথম তিন মাসে গ্রেফতারের সংখ্যা ৩২.৬ শতাংশ কম ছিল। আইসিই সমীক্ষা অনুযায়ী, ২০১৬ সালে ১৬ হাজার ১০৪ জন আভিবাসীকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৪ সালে এ সংখ্যা ২৯ হাজার ২৩৮। তবে ২০১৫ সালে গ্রেপ্তারের সংখ্যা ১৮ হাজার ৩১ ।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরগুলোতে যেসব শরণার্থীদের গ্রেফতার করা হয় তাদের তিন চতুর্থাংশের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ছিল।
তবে ২০১৭ সালের গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধে এ ধররের অপরাধের অভিযোগ নেই। বিপুল সংখ্যক অভিবাসী গ্রেপ্তার প্রসঙ্গে আইসিই’র মুখপাত্র এক বিবৃতিতে জানান, রাষ্ট্র, সাধারণ মানুষ ও সীমান্তের নিরাপত্তার এ তিনটির জন্য যাদের হুমকি মনে করা হয়েছে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। দ্য হিল,
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …