যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতন

ক্রাইমবার্তা রিপোট:বাগেরহাটের শরণখোলা উপজেলায় কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতন করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার বিকালে শরণখোলা থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত গত ৯ এপ্রিল ওই যুবককে নির্যাতনের ঘটনা ঘটে। পরে ফেসবুকে নির্মম নির্যাতনের ওই দৃশ্য ছড়িয়ে পড়ে।

বিষয়টি প্রশাসনের নজরে আসার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।

পুলিশ জানায়, মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের এক যুবকের (৩৫) সঙ্গে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য বানিয়াখালী গ্রামের ১৭ বছরের এক কিশোরীর মেয়ের মোবালই ফোনে পরিচয় হয়।

এর সূত্র ধরে কিশোরীর আমন্ত্রণে গত ৯ এপ্রিল যুবক তাদের বাড়িতে বেড়াতে আসেন। বানিয়াখালী গ্রামে অপরিচিত ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তাকে ধরে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনকে খবর দেন।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।