ক্রাইমবার্তা রিপোট: ফিরোজ হোসেন : সড়ক দুর্ঘটনা রোধ ও সুষ্ঠভাবে নিয়মতান্ত্রিকভাবে যান চলাচলের প্রত্যয় নিয়ে সারা দেশ ব্যাপি বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে সাতক্ষীরাতেও ট্রাকে অননুমোদিত কাঠামো বাম্পার, এ্যাঙ্গেল, ধারালো হুক বিশিষ্ট মোটরযানের বিরুদ্ধে বিশেষ অবিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র য়ৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মোটরযান থেকে অননুমোদিত বাম্পার, এ্যাঙ্গেল, ধারালো হুক খুলে নেওয়া হয় এবং মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারয় ৭টি মোটরযানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী। বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী বলেন, জনসচেতনতা তৈরী ও পরিবহন সেক্টরে র্শঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সুদেব কুমারের দায়িত্বভার গ্রহন
ফিরোজ হোসেন : সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ সাতক্ষীরা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এস আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগি অধ্যাপক আমান উল্লাহ আল-হাদী, সহকারি অধ্যাপক ড. নাসরিন আক্তার, সহযোগি অধ্যাপক আবুল হাশেম, সহকারি অধ্যাপক আ.ন.ম গাউছুর রেজা, প্রভাষক মো. মফিজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাজী আসাদুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এমপি রবি
বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে জাতির নের্তৃত্বদানে পথভ্রষ্ট না হয়। প্রাথমিক শিক্ষা পর্যায় থেকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের উদ্ধুর্দ্ধ করার গুরু দায়িত্বভার মানুষ গড়ার কারিগর শিক্ষকদের কাঁধে। তাহলেই জাতি সঠিক পথে এগুবে এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানবে ও জানাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, নবাগত অতিতিরিক্ত জেলা প্রশাসক এস.এম আব্দুল লতিফ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেল সুপার আবু জাহেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আমান উল্লাহ আল-হাদী, ন্যাপের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো.এহছানুল কাদির ও উপমা আহমেদ নাবিলা। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা টি.এন.টি’র প্রকৌশলী শোকর আনা, রেড ক্রিসেন্টের সেক্রেটারী শেখ নুরুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক।