৪ জেলার হাওড় অঞ্চলকে দূর্গত এলাকা হিসেবে ঘোষণা করুন : সরকারকে দুদু

ক্রাইমবার্তা রিপোট: সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলকে দূর্গত এলাকা হিসাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।11
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
‘সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলে ভারতীয় পাহাড়ী ঢলে কৃষকদের ফসল, গবাদিপশুর ব্যাপক ক্ষয় ক্ষতির কারণে উক্ত এলাকার রাষ্ট্রীয়ভাবে দূর্গত এলাকা হিসেবে ঘোষণা’ উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জজামান দুদু বলেন, কৃষকদের কৃষি ঋনসুদ সহ সকল কিছু মওকুফ করুন। যাতে তারা আবার অবকাঠামোসহ সকল ক্ষেত্রে নতুন করে দাঁড়াতে পারে। সর্বশান্ত কৃষক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত গিয়েছিলেন এবং আজ ভূটান হেলেন। কিন্তু যে দূর্গত এলাকার সৃষ্টি হয়েছে সেটা দেখার জন্য তিনি সময় পাননি। তিনি দূর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াননি। অথচ তিনি নিজেকে কৃষক ও শ্রমিকদের নেত্রী হিসাবে দাবি করেন।
দেশের মানুষদের বাঁচাতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে বলে মন্তব্য করেন দুদু। বলেন, এ জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে দাঁড়াতে হবে। গণআন্দোলনে অংশগ্রহণ করতে হবে।
ক্ষমতাসীনদের ক্ষমতা গণঅভ্যূত্থানে একদিন ছিন্নভিন্ন হয়ে যাবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন দুদু।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপিরসহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্যে রাখেন।

 

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।