তামিমের ছক্কায় ভাঙল গাড়ির কাঁচ!

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দারুণ ফর্মে আছেন বাংলাদেশ দলের অপরিহার্য ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি যে এখন বেশ ছন্দে আছেন তা সাবাইকে বুঝিয়ে দিলেন প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডান-কলাবাগান ম্যাচে।

মঙ্গলবার বিকেএসপি মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে চার আর ছয়ের মারে কলাবাগানের বোলারদের রীতিমতো দিশেহারা করে তোলেন এই টাইগার ওপেনার।

তামিমের একটি শটে একটি টেলিভিশন চ্যানেলের গাড়ির উইন্ডশিল্ডই ভেঙে গেল। আরেক শটে বলই একেবারে হারিয়ে গেল।

ম্যাচের ৩৯তম ওভারে প্রতিপক্ষের বোলার আবুল হাসানের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারা ছক্কায় ওই টিভি চ্যানেলের গাড়ির কাঁচ ভাঙেন তামিম।

তামিম ১২৫ বলে ১৫৭ রানের ওই ঝড়ো ইনিংসটি খেলতে হাঁকিয়েছেন ১৮টি চার আর ৭ ছক্কা। দর্শকদের মতো বোলাররাও হয়তো তামিমের অনুপম ব্যাটিং প্রদর্শনীতে বুঁদ হয়ে ছিলেন।

এ রানের মধ্যে দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।