তিন কিশোরীকে আটকে রেখে ৩৫ জনের ধর্ষণ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মিশরে তিন কিশোরীকে দীর্ঘ দুই বছর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ফুটপাতের ব্যবসায়ী, বেকার, অটোচালক ও ভবঘুরেদের ৩৫ জনের একটি দল দীর্ঘদিন তাদের ওপর এ অত্যাচার চালায়। খবর আল-আরাবিয়ার।

কায়রোর দক্ষিণের গিজার একটি তদন্ত দলের প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই কিশোরীরা গিজার মধ্যে হারামের আল-আরিশ সড়কে ভিক্ষাবৃত্তি করতো। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তারা ঘার্বিয়া প্রদেশের বাসিন্দা।

ভিক্ষা করার সময় ফুটপাতের ব্যবসায়ী, ভবঘুরে, বেকার ও অটোচালকদের একটি দল তাদের অপহরণ করে। পরে তাদের মরুময় একটি এলাকায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়।

সেখানেই প্রায় দুই বছর ধরে কিশোরীদের ওপর চলে মানসিক ও যৌন নির্যাতন।

এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্ত ৩৫ জনের মধ্যে পাঁচজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

Check Also

আশাশুনিতে রিংবাঁধ নির্মাণ কাজে সেনাবাহিনীর পরিদর্শন ও ত্রাণ বিতরণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।