বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তি তিনি এনে দিতে পারেন নি,ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ

printer
‘উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন’
নিজস্ব প্রতিবেদক
'উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন'

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে অনুষ্ঠিত সকল জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। আজ সাতক্ষিরা জেলা ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তি তিনি এনে দিতে পারেন নি। তাকে সেই সুযোগ দেয়া হয়নি। বঙ্গবন্ধু চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে। মাত্র সাড়ে তিন বছরের মাথায় ঘাতকচক্র তাকে নির্মমভাবে হত্যা করে স্বপরিবারে। কিন্তু রাখে আল্লাহ মারে কে। ভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই নিশানা শেখ হাসিনা ও শেখ রেহানা। আজকে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা।

ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সকল আন্দোলন- সংগ্রামে ছাত্রলীগের অবদান তুলে ধরে বঙ্গবন্ধু ও তার কন্যা দেশরত্ন শেখ হাসিনার একমাত্র বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেই দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও তা করে আসবে।

এসময় চলমান জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন সোহাগ। সেই সঙ্গে ছাত্রলীগকে সঠিকভাবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সর্বত্র নিয়মিত কমিটি গঠন করতে নেতা- কর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। কোনো কমিটিতেই যেন বিবাহিত, অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকের সঙ্গে যুক্তরা ঠাই না পায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।