শিল্পের চেয়ে ব্যবসাটাই বড়

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:চিত্রনায়িকা পূর্ণিমা। হাতে ছবির ব্যস্ততা না থাকায় বর্তমানে টিভি নাটকেই বেশি দেখা যাচ্ছে তাকে। তবে উৎসবকেন্দ্রিক নাটক ছাড়া এ মাধ্যমে বেশি দেখা যায় না তাকে। মূলত স্বামী, সন্তান ও সংসার নিয়েই বেশি ব্যস্ততা তার।

নাট্যাঙ্গন এবং চলচ্চিত্রের সমসাময়িক নানা বিষয় কথা বলেছেন ‘হ্যালো…’ বিভাগে

* আপনি একজন চিত্রনায়িকা। এখন নাটকে অভিনয় করছেন। নিজেকে কোন মাধ্যমের লোক ভাবতে বেশি ভালো লাগে?

** আমার মতে একজন শিল্পী অভিনয়ের ক্ষেত্রে কখনও বিভাজন করেন না। নাট্যাঙ্গন বা চলচ্চিত্রাঙ্গন যে মাধ্যমেই হোক যদি অভিনয়ের সুযোগ থাকে তাহলেই খুশি। আমি সিনেমার মানুষ না নাটকের এ চিন্তা কখনও মাথায় আসেনি। আমি মূলত একজন অভিনেত্রী।

* বর্তমান নাটকে গল্প থাকে না বলে দর্শকরা অভিযোগ করেন। এ মুহূর্তে নাটকের অভিনেত্রী হিসেবে এ বিষয়ে আপনার মন্তব্য কী?

** এ অভিযোগের সঙ্গে আমিও একমত। তবে সব নাটকই যে গল্পহীন তা কিন্তু নয়। ভালো-মন্দ নিয়েই বর্তমানে নাটক তৈরি হচ্ছে। তবে অনেক চ্যানেল থাকার কারণে ভালো মানের গল্পের নাটকগুলোও দর্শকদের দেখা হয় না। তবে এটা সত্যি, এখন ভালো গল্পের চেয়ে নামমাত্র গল্প নিয়ে নাটক বেশি নির্মাণ হচ্ছে। এছাড়াও নাটকগুলো কেমন যেন একটা সিন্ডিকেটের হাতে বন্দি হয়ে যাচ্ছে।

* এ সিন্ডিকেট ভাঙার উপায় কি আপনাদের হাতে নেই?

** নেই বলেই মনে হয়। এখন তো বিশ্বায়নের যুগ। এ যুগে সবকিছুই ব্যবসায়িক দৃষ্টিতে দেখা হয়। তাই শিল্পের চেয়ে ব্যবসাটাই বড়। শিল্পটা এখন ব্যবসায়ীদের হাতেই চলে গেছে। তবে অভিনয় শিল্পীরা সম্মিলিত হয়ে উদ্যোগ নিলে কিছু একটা পরিবর্তন আসতে পারে।

* নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন…

** হুট করেই বিজ্ঞাপনটিতে কাজ করলাম। এতে আমার বিপরীতে আছেন ইমন। অনেক দিন পর তার সঙ্গে কাজ করলাম। বিজ্ঞাপনটি দারুণ উৎসবমুখর। যারা দেখবেন তাদের মাঝে উৎসবের একটা আমেজ নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।

* চলচ্চিত্রের ফেরার সম্ভাবনা কতটুকু?

**চেষ্টা তো করছি। ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। যদি হয়ে যায় তাহলে কাজ করব। আর না হলেও কোনো সমস্যা নেই। চলচ্চিত্রে যে কাজ করতেই হবে এমন কোনো কথা নেই। যেখানে আছি সেটাতেই ভালো আছি। এখন আমার কাছে ভালো থাকাটাই বড় পাওয়া।

 

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।