ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো ॥ দীর্ঘ দিন বন্দি থাকার পর সুন্দরবনে অবমুক্তি করা হলো ১১ মায়াবী হরিনকে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা- রেঞ্জের কলাগাছিয়ায় বন টহল ফাড়ীতে দর্শনার্থীদের জন্য এ হরিন গুলো খাচায় বন্দি রাখা হয়েছিল। তবেগতকাল রোববার বিকালে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন বন্ধিদশা থেকে এ হরিন গুলো মুক্ত করে দেন। নিকটবর্তী সুন্দরবনের এ এলাকায় সব সময় মানুষের আনাগোনা রয়েছে। বাঘ যেমন হরিণকেই খাদ্য হিসাবে বেশী পছন্দ করে, তেমনি সুন্দরবন ধংসকারী এক শ্রেনীর মানুষের কাছে এ মায়াবি প্রাণিটি খুবই পছন্দের। সুযোগ পেলে তারা শিকার করে থাকে। বনবিভাগকে কঠোর নজর দারীতে রাখতে হবে, যাতে কোন শিকারী অবাধে যেন হরিন শিকার করতে না পারে। হরিণ গুলো অবমুক্ত করার সময় ৯নং বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল. বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন, সাংবাদিক আনিসুজ্জামান সুমন, ইউপি সদস্য আব্দুল গণি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …