পাবনায় বাস খাদে পড়ে নিহত ৩

ক্রাইমবার্তা রিপোট:পাবনা-ঢাকা মহাসড়কের পাবনার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় শিশু ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার হাটখালী গ্রামের আব্দুল কাদেরর ছেলে আব্দুল মমিন (৩৫)।  আহতদের ২৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাইকুলা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, কাশিনাথপুর থেকে যাত্রীবাহী উত্তরা বাসটি পাবনায় যাচ্ছিল। পথে মধুপুর নামকস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে একজন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানান পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

 

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর

সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।