সাতক্ষীরায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হল লেগুনা

সাতক্ষীরায় তুফান পরিবহনের ৪ চাকার যাত্রীবাহী লেগুনা সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা শহরের তুফান কোম্পানী মোড়ে প্রমী মটরস্’র আয়োজনে সমগ্র ‘সাতক্ষীরা পৌরসভা’র রুটে এ লেগুনা সার্ভিসের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা শহরে যানজট নিরসন ও যাত্রীদের ভোগান্তি থেকে রেহায় এবং সড়ক দুর্ঘটনা এড়াতে বিকল্প যানবাহন হিসেবে লেগুনা সার্ভিস চালু করা হয়েছে।Copy of 127

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোর্স মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন  জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘সাতক্ষীরা শহরে যানজট নিরসন ও যাত্রীদের ভোগান্তি থেকে রেহায় এবং সড়ক দুর্ঘটনা এড়াতে বিকল্প যানবাহন হিসেবে লেগুনা সার্ভিস চালু করা হয়েছে। আমরা চাইনা অবৈধ যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনায় আর কোন মানুষের প্রাণহানী হোক। অবৈধ যানবাহন যেমন, ইজিবাইক, ব্যাটারী চালিত ভ্যান, ইঞ্জিন ভ্যানসহ অন্যান্য যানবাহনের কারণে অনেক মানুষ মৃত্যু এবং পঙ্গুত্ব জীবন যাপন করছে। যান চলাচলে মানুষের ভোগান্তি কমাতে খুব শীঘ্রই ভোমরা-সাতক্ষীরা সড়কে বাস সার্ভিস চালু করা হবে। আমরা চাই সাতক্ষীরার মানুষ নিরাপদে থাকুব এবং সুস্থভাবে জীবনযাপন করুক। ভ্যানের বিকল্প হিসেবে আজ থেকে এই শহরে ৪টি লেগুনা সার্ভিস চলাচল করবে। মানুষের নিরাপদ ও কম খরচে যাতায়াত সেবা নিশ্চিত করতে এটা আগামী দিনে আরো বৃদ্ধি করা হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকিজ মটরস্ এর উপদেষ্টা কর্ণেল অব. আবু রায়হান, খুলনা বিআরটিএ’র উপ পরিচালক মো. জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, বিআরটি সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ লেগুনা সার্ভিসের উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রমী মটরস’র সত্বাধিকারী আব্দুস সোবহান খোকন।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।