ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: ইরানে নারীদের ফুটবল দেখা নিষিদ্ধ বলে ৮ নারী ছেলেদের পোশাক পড়ে ফুটবল খেলা দেখায় তাদের গ্রেফতার করা হয়েছে। তেহরানে আজাদি স্টেডিয়ামে ওই ৮ নারী ফুটবল খেলা দেখতে যায়। ইরানের জনপ্রিয় ফুটবল দল এস্তেঘলাল ও পারসোপোলিসের মধ্যে খেলা ছিল সেদিন। সম্প্রতি ইরানের মেয়েদের সাইকেল চালনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ওই ৮ নারী পুরুষের পোশাক পরিধান করে ফুটবল খেলা দেখার পর এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেহরান মিউনিসিপ্যালিটির প্রধান আলিরেজা আদেলি বলেন, এই প্রথম এধরনের ঘটনা ঘটেনি। এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নারীদের সন্মানের কথা বিবেচনা করেই, স্টেডিয়ামের পরিবেশ ও পরিস্থিতি মাথায় রেখেই। নারীদের জন্যে জনাকীর্ণ স্থান যথার্থ নয়। নারীরা ফুটবল খেলা দেখতে চাইলে টিভিতে তা দেখতে পারে।
ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামনেয়ী সম্প্রতি এক নির্দেশনায় নারীদের প্রকাশ্যে সাইকেল চালনা নিষিদ্ধ করেছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, নারীরা প্রকাশ্যে সাইকেল চালালে তা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে।
৮ নারী মাথায় কোনো স্কার্ফ ছাড়াই স্টেডিয়ামে খেলা দেখার পর তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যেখানে তাদের গান গাইতে দেখা যায়। ডেইলি মেইল
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …