ক্রাইমবার্তা রিপোট: জনস্বার্থ বিবেচনা করে সিটিং সার্ভিস বাস বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে সিল্ক লাইনের নতুন বাস সার্ভিসের উদ্বোধন উনুষ্ঠানে একথা বলেন।
একই সাথে গণপরিবহন সমস্যা নিয়ে বিকেল চারটায় মালিক সমিতির সাথে বৈঠক করা হবে বলেও জানানো হয়।
ওবায়দুর কাদের আরও বলেন, বৈঠকে, এই চার দিনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা পর্যালোচনা করে যদি সবাই মনে করে জনস্বার্থে সিন্ধান্ত পুন:বিবেচনা করে কিন্ধান্ত নেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকার পরিবহন সংকট দূর করার জন্য উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে মে মাসের মধ্যে দেশের বাইরে থেকে চার হাজার বাস আনার প্রক্রিয়া চলছে।
Check Also
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৪৬) নামের এক …