ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্রে ভারত থেকে ফেরার সময় চার পাসর্পোটধারী যাত্রীর লাগজে তল্লাশি করে বাুধবার সকালে ২১ হাজার ৩০০ র্মাকনি ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয রূপি জব্দ করেেছ কাস্টমস শুল্ক গোয়ন্দোরা।
পাসর্পোটধারী যাত্রীরা হলনে মানকিগঞ্জ জেলার সাটুরয়িা এলাকার কবরি হোসনে ও জামাল হোসনে এবং শরয়িতপুর জেলার নড়য়িা এলাকার উজ্জ্বল হোসনে ও বরকত আলী।
শুল্ক গোয়ন্দো বভিাগ জানায়, তাদরে কাছে খবর ছলি বপিুল পরমিাণ বদৈশেকি মুদ্রা ভারত থেেক বাংলাদেশে আসবে।এমন সংবাদরে ভত্তিেিত ওই চার যাত্রীর লাগজে দেখে সন্দহে হলে তল্লাশি করে ২১ হাজার ৩০০ র্মাকনি ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয রূপি পাওয়া যায়।
বেনাপোল কাস্টমসরে শুল্ক গোয়ন্দোর সহকারী র্কমর্কতা মোহাম্মদ আব্দুস সাদকে বিষয়টি নিশ্চিত করেছে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …