ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:তাকে বলা হয় টি ২০ ক্রিকেটের ফেরিওয়ালা। ব্যাটকে এমনভাবে শাণিত করেছেন যে, বিশ্বব্যাপী টি ২০’র ‘পোস্টারবয়’ আখ্যা পেয়েছেন।
বিশ্বের প্রায় সব দেশেই টি ২০ টুর্নামেন্ট আয়োজন হলে সবার আগ্রহে থাকেন তিনি। অথচ তাকেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলের মারকুটে এই ফরমেট থেকে বাদ পড়তে হয়েছিল। তিনি ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল।
তবে দলে সুযোগ পেয়ে ব্যাট হাতে ঝড় তুললেন। কেন তিনি টি ২০ ফরমেটে স্পেশাল তা আবারও প্রমাণ করলেন।
মঙ্গলবার গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে ৩৮ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসটি ৭টি ছক্কা ও ৫টি চারে সাজানো।
এই ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট মিলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েন গেইল।
টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৩ রানের। চতুর্থ ওভারের তৃতীয় বলে বাসিল থাম্পির বল থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নেন গেইল। আর তাতেই ইতিহাসের পাতায় উঠে যায় তার নাম