ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:আজান নিয়ে টুইটারে বিতর্কিত মন্তব্য করায় একের পর এক তোপের মুখে পড়ছেন ভারতের সঙ্গীত শিল্পী সনু নিগম।
এবার পশ্চিমবঙ্গের এক মুসলিম নেতা সনুকে মাথা কামিয়ে ভারতে ঘোরানোর জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের সহসভাপতি সাঈদ শাহ আতিফ আলী আল কাদেরী বলছেন, অন্যের ধর্মবিশ্বাসকে আঘাত দিয়ে কথা বলার কোনো অধিকার তার নাই।
তিনি ঘোষণা দিয়েছেন, কেউ যদি সনু নিগমের মাথা কামিয়ে তাকে জুতোর মালা পরিয়ে সারা ভারতে ঘোরান তাহলে তাকে ১০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে।
সংখ্যালঘু কাউন্সিলের সাধারণ সম্পাদক সাবির আলী বলেন, প্রত্যেক ধর্মেই সকালে ওঠার নিয়ম আছে। মুসলিমরা সকালে ওঠেন নামাজ পড়ার জন্যে, হিন্দুরা সূর্য প্রণাম করেন।
সনু নিগমের জনপ্রিয়তা পড়ে যাওয়ায় তাকে আজানের শব্দে সকালে ওঠারও পরামর্শ দেন এই মুসলিম নেতা।
সোমবার টুইটে সনু নিগম শুধু মুসলমান নয়, সব ধর্মের উপাসনালয়ে মাইক ব্যবহার বন্ধের দাবি জানান।
টুইটে ফজরের আজানের ওপর ক্ষোভ প্রকাশ করে সনু নিগম লেখেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে?’
এরপরের টুইট, ‘আমি মনে করি কোনো ধর্মালয়েই বিদ্যুৎ ও মাইক ব্যবহার করা ঠিক নয়।’
যুক্তি হিসেবে সনু উল্লেখ করেছেন, ইসলামের মহানবী মুহাম্মদ (সা.) যখন ইসলাম আনেন, তখন কোনো বিদ্যুৎ ছিল না। তাহলে আমরা কেন এখন সেটিকে ব্যবহার করে মানুষকে বিরক্ত করব?
তবে সনুর এই ইসলাম বিদ্বেষী যুক্তি হালে পানি পায়নি। অনেকে তারা কড়া সমালোচনাকরেছেন