শ্যামনগরে কৃষকলীগের মিছিল ও সমাবেশ

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল ॥আজ বুধবার বাংলাদেশ কৃষকলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে শ্যামনগরে কৃষকলীগের বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাষ্কৃতিক আনুষ্ঠান। সকাল ৭ টায় শ্যামনগর বঙ্গবন্ধু মার্কেটে কৃষকলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় এম.পি জগলুল হায়দারের নেতৃত্বে এক বণার্ঢ্য র‌্যালী কার্যালয় চত্তর থেকে বেরিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। কৃষকলীগের উপজেলা শাখার সভাপতি এ.বি.এম মনজুর এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার ও গাজী আনিছুজ্জামান আনিচ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম আকবর কবীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি, এম আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন। বক্তব্য শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘটে।

 

17

শ্যামনগরে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগর ব্যুরো ॥ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে তিন দিন ব্যাপি ধান চাষের উপর সতেজীকরণ প্রশিক্ষণ

আজ সমাপ্ত হয়েছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর বন্যা, খরা, জলাবদ্ধতা ও লবনাক্ততায় দেশের প্রধান খাদ্য শস্য ধান চাষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরপর রয়েছে রোগ বালাইসহ পোকা মাকড়ের আক্রমন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করে ধান চাষ করতে হয়। আমন মৌসুমে ধান চাষ করা গেলেও বোরো/আউশ মৌসুমে তা সম্ভব হয় না। কারন মাটির নিচের পানি লোনা যা সেচ যোগ্য নয়। তাছাড়া খাল/জলাশয়/ডোবা/পুকুরে বৃষ্টির পানি সংরক্ষণ করলে তা পর্যাপ্ত নয়। ফলে, উপকূলীয় অঞ্চলে হাজার হাজার বিঘা কৃষি জমি পতিত থাকে। তবে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জীবন জীবিকা শক্তিশালী করতে সরকারী বেসরকারী নানান প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে কৃষকদের প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল ফসল বীজ ও প্রযুক্তি সহায়তা করা হচ্ছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ধান চাষের উপর সতেজীকরণ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বেসরকারী সংগঠন গুলো জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম আওতায় প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ইউনিয়নে শতাধীক কৃষক কৃষানী অংশ নেয়।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।