ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুরের কমলনগরে আম কুড়াতে যাওয়া মো. আবদুল্লাহ নামে এক কিশোরকে (১২) শারীরিক নির্যাতন চালিয়েছে আলাউদ্দিন লাভু নামের স্থানীয় এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের আওলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল্লাহ স্থানীয় আতহারুল উলুম মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শফিক উল্লাহর ছেলে। অভিযুক্ত আলাউদ্দিন একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।
শিশুর বাবা শফিক উল্লাহ জানান, আমার ছেলে আম কুড়াতে টমেটো ক্ষেতে যায়। কিন্তু আলাউদ্দিন মিথ্যা টমেটো চুরির অভিযোগ এনে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পর ও লাথি দিয়ে আহত করে। এসময় চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ি থেকে কয়েকজন নারী এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মীমাংসা করবেন বলে আশ্বাস দেন।
এব্যাপারে জানতে অভিযুক্ত আলাউদ্দিনের সাথে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, আবদুল্লাহ মাদ্রাসার আবাসিক ছাত্র। সে আমার বাড়ির গাছের নিচে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। এসময় পাশের টমেটো ক্ষেতে আম কুড়াতে নামলে চুরির অভিযোগ এনে তাকে নির্যাতন করে। বিষয়টি দুঃখজনক।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর হোসেন বলেন, বিষয়টি শুনিনি, এ ব্যাপারে অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।