খালেদাকে ফুলেল শুভেচ্ছা ঢাকার দুই নতুন কমিটির

ক্রাইমবার্তা রিপোট:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দ।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাকে সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।

এ সময় নবনির্বাচিত নেতাদের ঐক্যবদ্ধভাব কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া।

শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. সাহজাহান, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ  সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীন, সাইফুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্ল­াহ হাসান, সহ সভাপতি বজলুল বাছিত আনজু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারা বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ মহানগরের নবনির্বাচিত নেতারা।

প্রসঙ্গত, তিন বছর পর মঙ্গলবার রাতে ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করে (আংশিক) কমিটি ঘোষণা করে বিএনপি।

বিদায়ী কমিটির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭০ সদস্যের কমিটি দেয়া হয়।

একইভাবে এমএ কাইয়ুমকে সভাপতি ও আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তর শাখায় ৬৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।