শ্যামনগরে বিপুল পরিমাণ কম ওজনের কেজি বাটকারা জব্দ

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বখতিয়ার আহমেদ আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের টিম নিয়ে সকাল ৯.৩০মিনিটে নূরনগর মৎস্য সেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কম ওজনের  কেজি/বাটকারা জব্দ করেন। মৎস্য সেটের ব্যবসায়ীরা দির্ঘদিন ধরে মাছের ওজন কম দিয়ে আচ্ছিল। 22যাতে করে সাধারণ ব্যাবসায়ি ও মৎস চাষিরা দিনের পর দিন ঠকে আসছিল। নুরনগরের সুনামধন্য চেয়ারম্যান মৎস্য সেটে কেজি/বাটকারা চেক করে প্রতেক কাটায় কম ওজন দেখতে পাওয়ায় তাৎক্ষণিক সেগুলো জব্দ করে এবং উক্ত  সেট ব্যাবসায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। নূরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এমন উদ্দোগে এলাকায় মৎস্য চাষী ও ক্ষুদ্র ব্যাবসায়িদের মধ্যে সস্তি বিরাজ করছে।

 

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।