ক্রাইমবার্তা রিপোট:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চবি ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ-সম্পাদক আবদুল্লাহ আল কায়সার শাকিলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান শরীফ বলেন, আজকের ঘটনায় শৃঙ্খলাবিরোধী কাজে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …