মালিয়াকে প্রেম নিবেদন করে ধরা খেলো প্রেমিক

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়াকে হয়রানি ও প্রেম নিবেদন করে আটক হয়েছে এক প্রেমান্ধ।
নিউইয়র্ক ডেইলি নিউজের বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে আটক ৩০ বছর বয়সী ওই প্রেমিকের নাম জাইর নিলটন কারদোসো। সে ১৮ বছর মালিয়াকে বিভিন্ন জায়গায় অনুসরণ করে, এমনকি একবার হোয়াইট হাউসের ভিতরেও সে প্রবেশ করেছিলো।6
জানা গেছে, একবার মালিয়া যখন নিউইয়র্কের ট্রিবেকায় ইন্টার্নি করছিলো তখন কারদোসো তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। এবার নিউইয়র্কেরই ওয়েস্ট ভিলায় আরও একটি ইন্টার্নি করছেন মালিয়া। তার প্রেমান্ধ কারদোসো সেখানেও তাকে অনুসরণ করতে শুরু করে। তাকে বেশ কয়েকবার গোয়েন্দা বাহিনীর সদস্যরা সতর্ক করলেও তার একগুয়েমী অব্যাহত ছিলো।
অবশেষে, নিষেধে কাজ না হওয়ায় ব্রুকলিনে কারদোসোর এপার্টম্যান্টে হানা দেয় নিরাপত্তারক্ষীরা। সেখান থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ব্রুকলিন হামপাতালে মানসিক ডাক্তারের নিকট হস্তান্তর করা হয়। দ্য হিল

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।